LGED Citizen Charter
ভুমিকাঃস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহকে কারিগরী সহায়তা প্রদান, পল্লী ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ন অবদান রাখছে। একটা সময় ছিল যখন বাংলাদেশে গ্রামীন এলাকার যোগাযোগ অবকাঠামো ছিল অত্যন্ত নাজুক । আজ এলজিইডির মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দেশের সবর্ত্র গ্রামীণ যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আজ গ্রামের উৎপাদিত ফসল বাজারজাত করণ ও পরিবহন সুবিধা বৃদ্ধি পেয়ে কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত হচ্ছে।এছাড়াও পরিবেশের ভারসাম্য সংরক্ষণ ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকারের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে ও এলজিইডি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে।বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থয়নে ও উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় এলজিইডি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে।
সিটিজেনচার্টার হল জনগণের সেবা পাওয়ার অধিকারের লিখিত সনদ।এর মাধ্যমে জনসাধারণের আশাআকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে বিদ্যমান সেবা সমুহের মান উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়।সিটিজেনচার্টারের মাধ্যমে সেবা গ্রহনকারিদের যথা সময়ে সেবা প্রদান নিশ্চিতকরা হয়।সেবা প্রদানকারী কর্তৃপক্ষের কর্মকান্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রশাসনের গতিশীলতা বৃদ্ধি পায়।সিটিজেনচার্টারের মাধ্যমে সেবা গ্রহণকারী ও প্রদানকারীর মধ্যে পারস্পরিক আস্হা বৃদ্ধি পায়।
এলজিইডি’রমূখ্যদায়িত্বাবলীঃ
· পল্লী ও নগর অঞ্চলে অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনাপ্রণয়ন, বাস্তবায়নওপরিবীক্ষণ;
· পল্লী অবকাঠামো রক্ষণাবেক্ষণ;
· গ্রোথসেন্টার/হাটবাজার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়নওপরিবীক্ষণ;
· ইউনিয়ন, উপজেলা, জেলাপরিষদ ও পৌরসভাকে কারিগরীসহায়তা প্রদান;
· ইউনিয়ন, উপজেলাওপৌরসভাপ্লানবুক, ম্যাপিংওসড়কএবংসামাজিকঅবকাঠামোরডাটাবেজপ্রস্তুতকরণ;
· ক্ষুদ্রাকারপানিসম্পদউন্নয়নপরিকল্পনা, বাস্তবায়নওপরিবীক্ষণ;
· বিভিন্নমন্ত্রণালয়েরঅবকাঠামোউন্নয়নকর্মসূচিবাস্তবায়নওপরিবীক্ষণ;
· জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধশ্রমিকদলসমূহের সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকাণ্ডে প্রশিক্ষণ;
· ডিজাইন ও অন্যান্যকারিগরীমডেল, ম্যানুয়েলওস্পেসিফিকেশনপ্রণয়ন;
· এলজিইডি’রকর্মকর্তা/কর্মচারীদেরপ্রশিক্ষণেরমাধ্যমেদক্ষতাবৃদ্ধি;
এলজিইডি’রখাতওয়ারীপ্রধানপ্রধানকর্মকান্ডঃ
গ্রামীণঅবকাঠামো |
নগরঅবকাঠামো |
ক্ষুদ্রাকারপানিসম্পদউন্নয়ন |
· সড়কনির্মান/পুননির্মাণ/ পুর্নবাসন · ব্রিজ/ কালভার্টনির্মাণ/ পুননির্মাণ · গ্রোথসেন্টার/হাটবাজারউন্নয়ন · ঘাট/জেটিনির্মাণ · ইউনিয়নপরিষদভবননির্মাণ · উপজেলাপরিষদকমপ্লেক্সভবননির্মাণ · ঘূর্নিঝড়/বন্যাআশ্রয়কেন্দ্রনির্মাণ
· বৃক্ষরোপনকর্মসূচী · ক্ষুদ্র-ঋনকর্মসূচী · কৃষি, মৎস্যচাষ ওপশুসম্পদউন্নয়ন · অবকাঠামোরক্ষণাবেক্ষণ |
· সড়ক/ফুটপাতনির্মাণ/ পুননির্মাণ · নর্দমানির্মাণ/ পুননির্মাণ · বাস/ট্রাকটার্মিনালনির্মাণ · বাজারউন্নয়ন · টাউনসেন্টারনির্মাণ · স্যানেটারীল্যাট্রিননির্মাণ · টিউবওয়েলস্থাপন · ক্ষুদ্র-ঋনকর্মসূচী · বর্জ্যব্যবস্থাপনা · বস্তিউন্নয়নকার্যক্রম · নগরপরিচালনাউন্নতিকরণ · দারিদ্রবিমোচন · নগরপ্রশাসনেরসক্ষমতাবৃদ্ধি |
· বাঁধনির্মাণ · স্লুইচগেটনির্মাণ · রাবারড্যামনির্মাণ · খালখননওপুনঃখনন · বন্যানিয়ন্ত্রণ, বাঁধনির্মাণ/ পুননির্মাণ · স্থানীয়পানিব্যবস্থাপনাসমবায়সমিতিকে(পাবসস) বিভিন্নকারিগরীওজীবিকাউন্নয়নেসহায়তাপ্রদান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস